নিজস্ব সংবাদদাতাঃ শনিবার মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভে বাঘিনীর কবলে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলা বনকর্তা। বন কর্মকর্তাদের মতে, অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন-২০২২ এর অংশ হিসেবে সকাল ৭টায় বাঘ জরিপ ও টহল দেওয়ার জন্য বন কর্মকর্তা স্বাতী এন ধুমান এবং তিনজন বন বিট হেল্পার টিএটিআর-এ গিয়েছিলেন। টিএটিআর-এর চিফ কনজারভেটর অফ ফরেস্ট (সিসিএফ) ডঃ জিতেন্দ্র রামগাঁওকর এক বিবৃতিতে বলেন, "দলটি কোলারা গেট থেকে ৯৭ নম্বর কম্পার্টমেন্ট পর্যন্ত ৪ কিলোমিটার হাঁটার পর তাঁরা দেখতে পান যে তাদের থেকে প্রায় ২০০ মিটার দূরে রাস্তায় একটি বাঘিনী বসে আছে। দলটি আধ ঘন্টা অপেক্ষা করে জঙ্গলের পুরু প্যাচ দিয়ে ঘুরে বেড়ানোর চেষ্টা করেছিল। ঠিক সেই সময়ে ওই মহিলা বন কর্তার অপর ঝাপিয়ে পড়ে বাঘিনীটি। বাঘিনী তাকে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায়। বনকর্মীদের সহায়তায় অফিসারের মৃতদেহ তৎক্ষণাৎ পাওয়া যায় এবং চিমুর সরকারী হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।"