সাময়িকভাবে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস

author-image
Harmeet
New Update
সাময়িকভাবে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস

নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন মুলুকে ইতিহাস। সাময়িকভাবে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। কোলনোস্কপির জন্য সোয়া এক ঘণ্টা অ্যানাস্থেশিয়া করতে হয় বাইডেনকে। নিয়মমাফিক সেই সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন কমলা।  বাইডেন হাসপাতালে থাকার সময়, ওয়েস্ট উইংয়ে নিজের অফিস থেকেই কমলা হ্যারিস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। শুক্রবার ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে যাওয়ার আগে কমলা হ্যারিস ও হোয়াইট হাউসের চিফ অফ স্টাফের সঙ্গে কথা বলেন বাইডেন। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে শেষবার শারীরিক পরীক্ষা করিয়েছিলেন জো বাইডেন। সেই সময় চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে ফিট সার্টিফিকেট দিয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে পূর্ণ মেয়াদ শেষ করার মত শারীরিক অবস্থা তাঁর আছে বলে জানানো হয়েছিল। শনিবারই ৭৯-তে পা দেন তিনি। তিনিই আমেরিকার সবথেকে বয়স্ক প্রেসিডেন্ট। কাজেই ২০১৯ সালে তিনি যখন হোয়াইট হাউসের জন্য প্রার্থী হিসেবে নির্বাচিত হন, সেই সময় থেকে তাঁর বয়সই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল।