নিজস্ব সংবাদদাতাঃ টানা পঞ্চমবারের জন্য ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে বিবেচিত হল ইন্দোর। দিল্লির বিজ্ঞান ভবনে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের দ্বারা আয়োজিত 'স্বচ্ছ অমৃত মহোৎসব' অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মধ্যপ্রদেশের ইন্দোরকে এদিন 'স্বচ্ছতা কা তাজ'-এর মুকুট পরালেন। তাছাড়া রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সুরত (গুজরাত) এবং বিজয়ওয়াড়াকে (অন্ধ্রপ্রদেশ) যথাক্রমে দেশের দ্বিতীয় এবং তৃতীয় পরিচ্ছন্ন শহর হওয়ার জন্য ভূষিত করেন।