নিজস্ব সংবাদদাতাঃ শক্তি ও পরিবেশ নিয়ে গবেষণার ক্ষেত্রে গত এক বছরের মধ্যে তাঁর ১৯ টি পত্র প্রকাশিত হয়েছে। যার মধ্যে দুটির ওপর রয়েছে তাঁর পেটেন্ট। এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সেই বঙ্গসন্তান। তাঁকে এই স্বীকৃতি দিয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। তাঁর গবেষণায় মুগ্ধ হয়ে বিশ্ববিদ্যালয় তাঁকে বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান দিয়েছে। এই বঙ্গসন্তানের নাম অরিন্দম মোদক। তিনি কালনার বাসিন্দা। এই খবর পেতেই উচ্ছ্বসিত হয়েছেন তাঁর পরিবারের লোকেরা এবং বিদ্যালয় কর্তৃপক্ষ। এত বড় সাফল্যের কথা যেন বিশ্বাসই করতে পারছেন না চিন, জাপান, ইজরায়েলের মতো দেশে বিজ্ঞানী হিসেবে কাজ করে আসা অরিন্দম মোদক। তাঁর কথায়, 'বহু তাবড় বিজ্ঞানী যে তালিকায় নাম তুলতে বেগ পান, সেখানে স্থান পেয়ে প্রথমে চমকেই গিয়েছিলাম।'বর্তমানে দিল্লির আইআইটি তে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কর্মরত অরিন্দম মোদক স্কুলের পড়াশোনা করেছিলেন কালনাতেই।