নিজস্ব সংবাদদাতাঃ একটানা বৃষ্টিতে বিপদ বাড়ছে অন্ধ্র প্রদেশে। একদিনেই মৃতের সংখ্যা ৭ থেকে ১৭-এ পৌঁছল। নিখোঁজ হয়ে গিয়েছেন প্রায় শতাধিক মানুষ। বুধবার থেকেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশ জুড়ে। একটানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে একাধিক জেলায়। আজই বন্যাদুর্গত এলাকাগুলি আকাশ পথে পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে তিরুমালা মন্দিরের একাধিক ভিডিয়ো, যেখানে একশোরও বেশি পুণ্য়ার্থী আটকে পড়েছেন বন্যার কারণে। তিরুমালা পাহাড়ের উপর অবস্থিত তিরুমালা মন্দিরের সঙ্গে সংযোগকারী চারটি প্রধান রাস্তাই সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গিয়েছে ঘাট রোড ও তিরুমালা পাহাড় লাগোয়া ছোট রাস্তাগুলিও। পুণ্যার্থীরা মন্দির চত্বরেই আটকে পড়ায় ভার্চুয়ালি ভগবান দর্শনও আপাতত বন্ধ রাখা হয়েছে।