শনিবার পূর্ণ সময় স্কুল খোলার সিদ্ধান্তে আপত্তি শিক্ষকদের

author-image
Harmeet
New Update
শনিবার পূর্ণ সময় স্কুল খোলার সিদ্ধান্তে আপত্তি শিক্ষকদের

নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহের ফলে দীর্ঘ ২০ মাস ধরে বন্ধ ছিল স্কুল কলেজ। মঙ্গলবার থেকে খুলে গিয়েছে রাজ্যের স্কুল-কলেজ। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে। এই অবস্থায় স্কুল শিক্ষা দফতর শনিবারও পূর্ণ সময়ের জন্য পড়ুয়াদের ক্লাস করার সুযোগ করে দিতে চাইছে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্কুলগুলোকে সে বিষয় নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে শনিবার পূর্ণ সময়ের জন্য স্কুল খোলা রাখার এই সিদ্ধান্ত মানতে নারাজ শিক্ষকরা। শিক্ষকদের একাংশ মনে করছেন, করোনা আবহে স্কুল বন্ধ থাকলেও নিয়মিত কাজ করতে হয়েছে শিক্ষকদের। পড়ুয়াদের গৃহ পাঠের খাতা, অনলাইনে ক্লাস, মিড-ডে-মিল বিতরণ প্রভৃতি বিষয়ে শিক্ষকদের নিয়মিত নজরদারি চালাতে হয়েছে। ফলে শনিবার পূর্ণ সময়ের জন্য স্কুল খোলা থাকলে শিক্ষকদের অসুবিধা হবে।