নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুর : বিধানসভা ভোট পরবর্তী হিংসা তদন্তে নন্দীগ্রামে বিজেপি নেতা দেবব্রত মাইতি খুনে সিবিআই দফতরে হাজিরা এড়ালেন নন্দীগ্রামের তিন তৃণমূল নেতা। আর এই ঘটনার পর বৃহস্পতিবার, সকাল দশটায় হলদিয়ার সিপিটি গেস্টহাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেওয়ার কথা ছিল অভিযুক্ত তিন তৃণমূল নেতার। কিন্তু, সময় পেরলেও তাঁদের দেখা যায়নি। কেন হাজিরা দিলেন না ওই তিন নেতা তা নিয়ে উঠছে প্রশ্ন।
সিবিআই সূত্রে খবর, বুধবারই মেইল মারফত নন্দীগ্রামের তিন তৃণমূল নেতা আবু তাহের, কালিচরণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ সাইয়ুম কাজি ও নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ শেখ খুশনবীকে-সহ আরও কয়েকজনকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু, বৃহস্পতিবার সকালে কার্যত দেখা যায় দশটা বাজলেও সিবিআই ক্যাম্পে হাজিরা দেননি ওই তৃণমূল নেতা। সূত্রের খবর, ওই তিন তৃণমূল নেতা সিবিআই দফতরে এদিন হাজিরা দিতে পারবেন না। কিন্তু, কেন তাঁরা আসতে পারবেন না তা স্পষ্ট নয়। এ বিষয়ে ওই তৃণমূল নেতাদের বারবার ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি।