আবর্জনার দুর্গন্ধে নাভিশ্বাস দোকানদারদের

author-image
Harmeet
New Update
আবর্জনার দুর্গন্ধে নাভিশ্বাস দোকানদারদের

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : যেদিকে তাকানো যায় শুধুই আবর্জনা আর দুর্গন্ধ। আবর্জনায় ভরে আছে পুরো এলাকা। দুর্গন্ধে নাভিশ্বাস স্থানীয় দোকানদারদের। চিত্রটি পান্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহি বাসস্ট্যান্ড সংলগ্ন হাটতলা এলাকার। নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহির বাসস্ট্যান্ড এর কাছে হাটতলা এলাকায় আবর্জনায় দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। এমনটাই অভিযোগ স্থানীয় দোকানদারদের। নবগ্রাম পঞ্চায়েত শুধু "নোংরা ফেলবেন না" বোর্ড লাগিয়েই দায় সেরেছে। স্থানীয়দের মতে নবগ্রাম পঞ্চায়েত যদি কড়া পদক্ষেপ নিত তাহলে এভাবে এই জনবসতি এলাকায় নোংরা আবর্জনায় ভরে যেত না দুর্গন্ধও ছড়াত না। স্থানীয়দের অভিযোগ, হাট ব্যবসায়ী এবং কিছু অমানবিক দোকানদার যারা কুমারডিহি মোড়ে দোকান করেন তাদের মধ্যে কয়েকজনের জন্যই এলাকায় নোংরা আবর্জনা ছড়াচ্ছে। নোংরা আবর্জনা এলাকা পঞ্চায়েতের তরফ থেকে পরিষ্কার করা হয় না ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়, এমনটাই অভিযোগ ।

গোপন কর্মকার নামে স্থানীয় এক দোকানদার বলেন, যেভাবে তাঁদের দোকানের সামনে দিনে দিনে নোংরা আবর্জনা বাড়ছে, ছড়াচ্ছে দুর্গন্ধ, এমনকি কিছু মানুষ যারা ওই আবর্জনা এলাকায় মলমূত্র ত্যাগ করছেন, ফলে দোকান খোলায় দায় হয়েছে তাদের। সেইসব দোকানদাররা চান যাতে আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে এলাকা সুন্দর দৃষ্টিনন্দন করা হয়। অন্যদিকে নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুনীতি মণ্ডল ঘটনার কথা স্বীকার করে জানান, কিছু এমন ধরনের মানুষ আছেন যাঁদের জন্যেই ওই এলাকায় পঞ্চায়েত ঠিকভাবে কাজ করতে পারছে না। তিনি বলেন, পঞ্চায়েত কাজ করতে গেলেই জায়গার যাঁরা শরিক তারা নানান রকম ভাবে সমস্যা তৈরি করছেন ফলে সেই জায়গাটি সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয় সম্ভব হচ্ছে না। তবে উপপ্রধান আশ্বাস দেন এই ঘটনা নিয়ে পঞ্চায়েত স্তরে মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে আলোচনা করা হবে। যাতে শিগগিরই এই জায়গাটি দৃষ্টিনন্দন করা যায়।