টোটোয় ধাক্কা পুলিশ ভ্যানের, জখম বাইক আরোহী

author-image
Harmeet
New Update
টোটোয় ধাক্কা পুলিশ ভ্যানের, জখম বাইক আরোহী

দিগ্বিজয় মাহালী, খড়গপুর : পুলিশের গাড়ি ফুটপাতে থাকা একটি টোটোকে ধাক্কা মারে, টোটো সামনে থাকা এক বাইক আরোহীকে ধাক্কা মারতে উত্তাল খড়গপুরের পুরাতন বাজার এলাকা। ঘটনার জেরে দুজন আহত হয়। এর পরেই স্থানীয় বাসিন্দারা পুলিশের গাড়ির চালক কে ঘিরে বেধড়ক মারধর করে। স্থানীয় কয়েকজন জানিয়েছেন, আচমকাই পুলিশের গাড়ি এসে তাদের ধাক্কা মারায় এই উত্তেজনা সৃষ্টি হয়েছে। খরগপুর টাউন থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। স্থানীয় কয়েকজন দোকানদার বেআইনিভাবে রাস্তা ঘিরে রাখায় তাদের উপরে ক্ষোভ প্রকাশ করলেন খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার।