নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সকলকে চমকে দিয়ে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন। আর এই নিয়ে একে একে বিরোধীরা মুখ খুলেছেন। এবার এই নিয়ে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর এহেন সিদ্ধান্ত নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন অমিত শাহ। তিনি টুইটে লেখেন, "কৃষি আইন নিয়ে এই ঘোষণা রাষ্ট্রনায়কোচিত। ঘোষণাকে স্বাগত। প্রধানমন্ত্রী যেমন বলেছেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের সেবা করার পাশাপাশি তাঁদের পাশেও থাকবে। প্রধানমন্ত্রী গুরু নানকের জন্মদিনটিকে এই ঘোষণার জন্য বেছে নিয়েছেন। এই ঘোষণার সময় প্রতিটি ভারতীয়র স্বার্থ ছাড়া অন্য কিছুই মাথায় রাখা হয়নি। এতেই বোঝা যায়, প্রধানমন্ত্রী একজন যথার্থ রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করেছেন।"