নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সকলকে চমকে দিয়ে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন। আর এই নিয়ে একে একে বিরোধীরা মুখ খুলেছেন। এবার এই নিয়ে বক্তব্য রাখলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। তিনি বলেন, 'প্রথম দিন থেকে বিরোধীরা বলে আসছিলেন যে এই ৩ কৃষি আইন অসাংবিধানিক। মোদী সরকারের এই ধরনের আইন তৈরি করার কোনও সাংবিধানিক অধিকার ছিল না। এই আইনগুলি কেবল মাত্র মোদীর অহংবোধের সন্তুষ্টির জন্য গঠিত হয়েছিল। এই কালো আইনের কারণে ৭০০ কৃষককে প্রাণ হারাতে হয়েছে।'