নিজস্ব সংবাদদাতাঃ ভারত ভূখণ্ডে চিনা অনুপ্রবেশের অভিযোগ অব্যাহত। ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেই অরুণাচলেই মিলল চিনা অনুপ্রবেশের প্রমাণ। রাজ্যের উত্তর সুবনসিরির পরে এবার শি ইয়োমি জেলায় ঢুকে গ্রাম বানানোর অভিযোগ উঠল বেজিংয়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার মধ্যে ছয় কিলোমিটার ভিতরে ঢুকে এই গ্রাম তৈরি করেছে চিন সেনা। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে সেই গ্রামের ছবি ধরা পড়ছে । তবে বাড়ি থাকলেও এখানে চিনা লোকজন বসবাস শুরু করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এদিকে এই বিষয়ে সেনার প্রতিক্রিয়া, এলএসির উত্তরে চিন নিয়ন্ত্রিত এলাকাতেই ওই বসতি গড়ে উঠছে বলে মনে হচ্ছে। তবে এই অঞ্চল যে ভারতীয় ভূখণ্ডেও হতে পারে, সেই জল্পনা পুরোপুরি উড়িয়ে দেয়নি সেনা।