জাতিগত জরিপ- বিজেপি-এনডিএ-র কাছে সোজা প্রশ্ন রাখলেন ওয়াইসি
পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বন্ধ করা সত্যি সম্ভব?
অবৈধ সীমান্ত পারাপার রুখতে কঠোর হচ্ছে আমেরিকা!
প্রচণ্ড রোদ আর নয়, এবার তীব্র ঝড়ের গতিতে উড়ে যাবেন আপনি!
বন্দিদের মুক্ত করা নয়, শত্রুদের পরাজিত করাকে 'সর্বোচ্চ লক্ষ্য' এই প্রধানমন্ত্রীর!
ট্রাম্পের শুল্ক ক্ষতির পর ওয়াল স্ট্রিটের শেয়ারগুলি আবার ঘুরে দাঁড়াচ্ছে
১৫ মে থেকে এই ২ রাশির ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হবে!
তুলা রাশির জাতকদের ঋণ বাড়তে পারে, খরচ নিয়ন্ত্রণে রাখুন আজ
শনিবার কন্যা রাশির জাতকরা পদমর্যাদা ও প্রতিপত্তিতে এগিয়ে যাবেন, জেনে নিন অন্যান্য রাশির অবস্থা

প্রেম নিয়ে কার্তিককে ঝটকা কপিলের!

author-image
Harmeet
New Update
প্রেম নিয়ে কার্তিককে ঝটকা কপিলের!

নিজস্ব সংবাদদাতাঃ দ্য কমেডি নাইট উইথ কপিলস-র পরবর্তী এপিসোডে দেখা মিলবে কার্তিক আরিয়ানের। শো-র একটা নতুন প্রোমো সম্প্রতি চ্যানেলের তরফে সামনে আনা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কপিল কার্তিকের কাছে জানতে চাইছেন ছবি মুক্তি পাওয়ার আগেই কেন অভিনেতার ডেটিং রিউমার চর্চায় আসে। ‘আমি দেখেছি একটা মানুষ ততক্ষণ রোম্যান্টিক থাকে যতক্ষণ না সে কোনও সম্পর্কে থাকে। আর যখনই তাঁরা ডেটিং শুরু করে থ্রিল সঙ্গে আসে। এই যেমন কার্তিক এর আগে সব রোম্যান্টিক ছবিতে অভিনয় করেছে। আর এখন এই প্রথম কোনও থ্রিলারে অভিনয় করতে চলেছে! তাহলে কি বুঝতে হবে আপনি কোনও সম্পর্কে আছেন অথবা শিখে গিয়েছেন সম্পর্ক কী করে লুকিয়ে রাখতে হয়?’, প্রশ্ন ছোঁড়েন কপিল। আর আশ্চর্যের ব্যাপার কপিলের এই প্রশ্নের জবাবে ‘হ্যাঁ’ বা ‘না’ বলে কার্তিক গাইতে শুরু করে দেন ‘বাজিগর’ ছবির গান, ‘ছুপানা ভি নেহি আতা, যতনা ভি নেহি আতা’।