চিরাচরিত রীতিনীতির বিরুদ্ধে!

author-image
Harmeet
New Update
চিরাচরিত রীতিনীতির বিরুদ্ধে!


নিজস্ব সংবাদদাতাঃ আজ গুরুনানক জয়ন্তী। শিখ জাতির সৃষ্টিকর্তা গুরু নানক দেবের জন্ম হয় ১৪৬৯ খ্রীষ্টাব্দে। লাহোরের কাছে নানাখা সাহিব-এ গুরুনানক-এর জন্ম হয়। গুরুনানক বিশ্বাস করতেন, একজন সাধারণ মানুষও ঈশ্বরের প্রার্থণা করতে পারেন। ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। তিনি চিরাচরিত প্রথা রীতিনীতির বিরুদ্ধে ছিলেন। গুরুনানক জয়ন্তীর দিন সকালে শুরু হয় প্রার্থনা দিয়ে। এরপর দিনভর উৎসব চলতে থাকে, যার মধ্যে লঙ্গর অন্যতম। এদিন সব গুরুদোয়ারাতে লঙ্গরের ব্যবস্থা করা হয়।