নিজস্ব সংবাদদাতাঃ আজ অর্থাৎ শুক্রবার গুরুনানক জয়ন্তী। শিখ গোষ্ঠীর এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিতে গুরুনানকের জন্মদিন হিসেবে পালন করা হয়। তিনি ছিলেন ১০ শিখ গুরুর মধ্যে প্রথম, যিনি শিখ ধর্মের প্রবর্তন করেছিলেন। শিখদের বিশ্বাস গুরুনানক জি গোটা বিশ্বকে আলোকিত করে রেখেছে, আর তাই তাঁর আশীর্বাদ পেতে আজকের দিনটিতে আয়োজন করা হয় বিশেষ প্রার্থণার। এবছর ৫৫২ তম বর্ষে পা দিল গুরু নানক জয়ন্তী।