নিজস্ব সংবাদদাতাঃ একের পর এক ঘটনা। তারপরেই বিতর্কের আগুন যেন ধীরে ধীরে গ্রাস করছে ইংল্যান্ড ক্রিকেটকে। বর্ণবৈষম্যের আঁচ এসে পড়েছে ইংল্যান্ড ক্রিকেটের সর্বত্র। মহিলা ক্রিকেটও তাঁর ব্যতিক্রম নয়। ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের প্রথম কৃষ্ণকায় ক্রিকেটার ইবোনি রেনফোর্ড-ব্রেন্টকে এবার বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হতে হল। হাতে লেখা একটি চিঠিতে অকথ্য ভাষায় আক্রমণ করা হল ব্রেন্টকে। উল্লেখ্য ২০০১ সালে মাত্র ১৭ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে অভিষেক ঘটেছিল ব্রেন্টের। আজিম রফিকের বয়ান দেওয়ার পরবর্তীতে ব্রেন্ট এদিন সোশ্যাল মিডিয়াতে একটি চিঠি প্রকাশ করেন। হাতে লেখা সেই চিঠিতে দেখা যায় অকথ্য ভাষায় বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়েছে ব্রেন্টকে। তাঁকে হাতে লেখা সেই চিঠিটি ইমেল করা হয়েছে। যেখানে তাঁকে দেশ ছাড়ার কথা পর্যন্ত বলা হয়েছে।