ডব্লিউটিএ খেতাব জিতলেন স্প্যানিশ টেনিস তারকা

author-image
Harmeet
New Update
ডব্লিউটিএ  খেতাব জিতলেন স্প্যানিশ টেনিস তারকা

নিজস্ব সংবাদদাতাঃ প্রথম কোনো স্প্যানিশ টেনিস তারকা হিসেবে ডব্লিউটিএ ফাইনালের খেতাব জিতলেন গার্বিন মুগুরুজা। কেরিয়ারের প্রথম ডব্লিউটিএ শিরোপা জিতলেন ২৮ বছরের এই প্লেয়ার। তিনি হারালেন অ্যানেত কোন্তাভিয়েতকে। খেলার ফল ৬-৩, ৭-৫। টুর্নামেন্ট শুরু আগে মেক্সিকো থেকে ৬০ কিমি দূরের ছোট্ট শহর টাকিলাতে বেড়াতে গিয়েছিলেন মুগুরুজা। ডব্লিউটিএ ফাইনালে নামার আগে এনার্জি পেয়ে যান তিনি। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি টাকিলা গিয়েছিলাম। ওখানে গিয়ে বিখ্যাত পানীয় টেস্টও করেছিলাম। যাতে সব টেনশন থেকে বেরিয়ে আসতে পারি।’ মেক্সিকোতে খেলার কারণেই শুরু থেকে সমর্থকদের পাশে পেয়েছিলেন মুগুরুজা। তাঁর কথায়, ‘আমার ম্যানেজার অলিভার বলেছিল, মুগুরুজা তুমি দারুণ ভাবে জনসমর্থন পাচ্ছো। সমর্থকরাই তোমার মধ্যে এনার্জি ভরে দিচ্ছে। এটাকে আরও বেশি করে কাজে লাগাও। আমার কাছে এটা একটা বড় শিক্ষা ছিল। গ্যালারির কাছ থেকে পাওয়া এনার্জি নিজের খেলায় আরও বেশি করে ব্যবহার করি।’