প্রয়াত ফুটবলের এনসাইক্লোপিডিয়া নভি কাপাডিয়া

author-image
Harmeet
New Update
প্রয়াত ফুটবলের এনসাইক্লোপিডিয়া নভি কাপাডিয়া

নিজস্ব সংবাদদাতাঃ আর কখনও কলকাতা ডার্বিতে শোনা যাবে না তাঁর ধারাভাষ্য। আর কখনও একগাল হাসি নিয়ে ফুটবল-সহ বিভিন্ন খেলার গল্পের ঝাঁপি উজাড় করে বসবেন না। প্রয়াত হলেন বিখ্যাত ধারাভাষ্যকার নভি কাপাডিয়া। যিনি ভারতীয় ফুটবলের এনসাইক্লোপিডিয়া হিসেবে পরিচিত ছিলেন। তবে শুধু ফুটবল নয়, বিভিন্ন খেলায় তাঁর অগাধ পাণ্ডিত্য ছিল। দীর্ঘদিন ধরে স্নায়ুর বিরল রোগে ভুগছিলেন ভারতীয় ফুটবলের 'কণ্ঠস্বর'। বাড়িতে কারও সাহায্য ছাড়া হাঁটতে পারতেন না। তা সত্ত্বেও প্রাথমিকভাবে খেলা সংক্রান্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলে যেতেন। তারপর ফুটবল-সহ অন্যান্য খেলার অসংখ্য গল্পের ঝাঁপি খুলে বসতেন। কীভাবে চুনী গোস্বামী বল নিয়ে রক্ষণ ভাঙতেন, কীভাবে ভারতীয় ফুটবলাররা খেলতেন, তা নিয়ে স্মৃতি রোমন্থন করতেন। কিন্তু ক্রমশ শরীর আরও ভেঙে পড়তে থাকে। মাসখানেক ধরে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৮।