অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ব্যবস্থা নদী ঘাটে

author-image
Harmeet
New Update
অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ব্যবস্থা নদী ঘাটে

রাহুল পাসওয়ান, পশ্চিম বর্ধমান : আসানসোল ঝারখন্ড সীমান্ত বরাকর দামোদর নদীতে আগের বছর কার্তিক পূর্ণিমায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় তিনজন ধানবাদের বাসিন্দা। সেই দেখেই এই বছর আসা ভক্তদের নিরাপত্তার জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ওয়েস্ট বরাকর নদীর ঘাট পরিদর্শন করলেন।

শুক্রবার কার্তিক পূর্ণিমার পবিত্র তিথি এবং এ সময় আশেপাশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত স্নান, পূজা করতে বরাকর নদীতে পৌঁছান। কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য নদী ঘাট পরিদর্শন করেন এ সি পি ওমর আলী মোল্লা ও বরাকর ফাড়ি ইনচার্জ শীতল নাগ। নদী এলাকায় দুর্ঘটনা ঘটার স্থান চিহ্নিত করে সেখানে দড়ি ও বাঁশের খুঁটি বসানোর নির্দেশ দেওয়া হয়।