বিয়ে অবৈধ জেনে স্বস্তিতে নিখিল!

author-image
Harmeet
New Update
বিয়ে অবৈধ জেনে স্বস্তিতে নিখিল!

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার জন্মদিনের দিনই জীবনের ‘বড় উপহার’ পেয়ে গিয়েছেন নিখিল জৈন। অদালতের তরফে ‘নুসরতের সাথে বিয়ে বৈধ’ নয় ঘোষণা হওয়ার পরই সেকথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে। নুসরতের প্রাক্তনের কথায়, ‘আমি যে মামলা করেছিলাম, তাতে আমার জয় হয়েছে। জন্মদিনের দিন এই খবর পেয়ে খুব খুশি আমি। শুধু আমি না, আমার বাবাও খুব খুশি। মা হাঁপ ছেড়ে বেঁচেছেন।’ নিখিল জানিয়েছেন নুসরতের সাথে বিয়ে হওয়ার পর থেকে একটা জন্মদিনও ‘শান্তিতে’ কাটেনি তাঁর। ২০১৯ সালে নুসরত হাসপাতালে ছিল আর ২০২০ সালে তাঁদের মধ্যে ঝগড়া চলছিল যশকে নিয়ে। তবে কালকের জন্মদিন কাটিয়েছেন ঘরোয়া পার্টি করে পরিবার ও বন্ধুদের সাথে। স্কুলের বন্ধুদের সাথে একটা নৈশভোজও করেছেন বলে জানা গিয়েছে। নুসরত তাঁর এবং নিখিলের বিয়েকে আচমকাই যে ‘সহবাস’-এর তকমা দিয়েছিলেন, সেটা আপাতত ভুল প্রমাণ হলো বলেই মত নিখিলের। সঙ্গে বিয়ে বৈধ নয় বলে নুসরত তাঁর কাছে খোরপোশও দাবি করতে পারবেন না বলে জানালেন। আপাতত তাই নতুনভাবে শুরু করতে চান জীবনটা। নিজের ফ্যাশন ব্র্যান্ডের কাজেই ডুবে থাকতে চান।