'গোমূত্রে আছে সোনা, গোবর খেলে দেহ, মন, আত্মা শুদ্ধ হয়', জানাচ্ছেন এক চিকিৎসক

author-image
Harmeet
New Update
'গোমূত্রে আছে সোনা, গোবর খেলে দেহ, মন, আত্মা শুদ্ধ হয়', জানাচ্ছেন এক চিকিৎসক

নিজস্ব সংবাদদাতাঃ 'গোমূত্রে আছে সোনা, গোবর খেলে দেহ, মন, আত্মা শুদ্ধ হয়', জানাচ্ছেন এক চিকিৎসক। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়ে উঠেছেন এই চিকিৎসক। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এক ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে হরিয়ানার এক চিকিৎসক গোবর খাচ্ছেন এবং তিনি জানিয়েছেন, গোবর দেহ, মন ও আত্মাকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। জানা গিয়েছে, হরিয়ানার কারনালের বাসিন্দা ওই চিকিৎসকের নাম মনোজ মিত্তল। স্থানীয় এক গোয়ালে দাঁড়িয়ে গোমূত্র ও গোবরে উপকারিতা নিয়ে সোচ্চার হন ওই চিকিৎসক।