সীমান্ত-যুদ্ধ শুরু করে দিয়েছে চিন!

author-image
Harmeet
New Update
সীমান্ত-যুদ্ধ শুরু করে দিয়েছে চিন!

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের বিরুদ্ধে সীমান্ত-যুদ্ধ শুরু করে দিয়েছে চিন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটরের চাঞ্চল্যকর দাবি নিয়ে চর্চা শুরু হয়েছে জোরদার। রিপাবলিকার মার্কিন সেনেটর জন কারনাইন বলেন, প্রতিবেশী দেশের জন্য বিপদ হয়ে দেখা দিয়েছে চিন। এই কমিউনিস্ট দেশ শুধু ভারতের জন্য নয়, অন্য প্রতিবেশী দেশের জন্যও বিপজ্জনক।

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ভারতে এসেছিলেন সেনেটর জন কারনাইন। ভারত সফরে এসে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি এ বিষয়ে আলোচনাও করেন। এছাড়া একাধিক বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় কারনাইনের। সেখানে লাদাখে চিনা আগ্রাসনের বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

কারনাইন শুধু ভারতেই আসেননি। তিনি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে এশিয়ার একাধিক দেশেও গিয়েছিলেন। সেইসব দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে আলোচনার পর তাঁর মনে হয়েছে, চিন ভয়ঙ্কর বিপদ হয়ে উঠছে প্রতিবেশী দেশগুলোর জন্য। তার মধ্যে ভারত রয়েছ সর্বাগ্রে। এদিন সে বিষয়েই সেনেটে বক্তব্য রাখেন কারনাইন।