নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছরের অগাস্টেই আফগানিস্তানের মসনদে তালিবানদের বসার পর আন্তর্জাতিক মহলে যথেষ্ঠ উদ্বেগ সঞ্চারিত হয়। মনে করা হচ্ছিল, নতুন করে তালিবান শাসনে সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু হবে, সেক্ষেত্রে প্রতিবেশী দেশে সহ অনেক দেশেরই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা প্রবল। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে সেই উদ্বেগের কথাই প্রকাশ করল ভারত। ভারতের বক্তব্যের ছত্রে ছত্রে উঠে এল আফগানিস্তানের সন্ত্রাসবাদের প্রসঙ্গ।