নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব ইউরোপে বেলারুশ ও পোল্যান্ডের সীমান্তে অবস্থান করা শরণার্থীদের সাথে পোলিশ সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।পোল্যান্ডের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শরণার্থীরা কুজনিচা সীমান্ত ক্রসিং দিয়ে পোল্যান্ডে প্রবেশ করতে চাইলে পোলিশ সীমান্তরক্ষীরা তাদের বাধা দেয়। এতে শরণার্থীরা তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়লে সীমান্তরক্ষীরা এর জবাবে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘শরণার্থীরা আমাদের সৈন্য ও প্রহরীদের ঢিল ছুঁড়ে হামলা করে এবং বেড়া ভেঙ্গে পোলিশ ভূমিতে প্রবেশের চেষ্টা করে।’ এতে আরো বলা হয়, ‘আমাদের বাহিনী টিয়ার গ্যাস ছুঁড়ে এই হামলা প্রতিহত করার চেষ্টা করে।' এদিকে পোলিশ পুলিশ জানিয়েছে, সীমান্তে শরণার্থীদের সাথে সংঘর্ষে তাদের মোট সাত সদস্য আহত হয়েছে। এর আগে গত সপ্তাহে প্রথম বেলারুশ থেকে পোল্যান্ডে প্রবেশের জন্য সীমান্তে শরণার্থীদের বিক্ষোভের খবর পাওয়া যায়। ইরাক, সিরিয়াসহ বিভিন্ন দেশ থেকে এই শরণার্থীরা ইউরোপে প্রবেশের চেষ্টায় বেলারুশ-পোল্যান্ড সীমান্তে জড়ো হয়েছেন। কিছুদিন থেকেই বেলারুশের বিরুদ্ধে পোল্যান্ডসহ অন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে শরণার্থী ঢুকিয়ে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টার অভিযোগ করা হচ্ছে। বেলারুশের দীর্ঘদিনের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গত বছরের আগস্টে ষষ্ঠবারের মতো নির্বাচনে জয় লাভ করেন। বিজয়ী হওয়ার পর তিনি বিরোধীদের প্রতি দমন অভিযান শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগের জেরে ইউরোপীয় ইউনিয়ন দেশটির সরকারের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞার প্রতিশোধে শরণার্থী প্রবেশের পথ করে দিয়ে বেলারুশ ইউরোপীয় ইউনিয়নকে পাল্টা চাপে ফেলার পাঁয়তারা করছে বলে অভিযোগ করা হচ্ছে। এদিকে পোল্যান্ডে বেলারুশের শরণার্থী অনুপ্রবেশ করানোর অভিযোগে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে সোমবার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গত কয়েক মাস ধরেই শরণার্থীদের ঠেকাতে সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করে রেখেছে পোল্যান্ড। বেশ কিছু শরণার্থীকে সীমান্ত থেকে ঠেলে বেলারুশে ঢুকিয়েও দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলির বক্তব্য, দুই দেশের রাজনৈতিক সংঘাতের মধ্যে সমস্যায় পড়ছেন শরণার্থীরা। প্রবল ঠান্ডায় জঙ্গলের মধ্যে তাঁবু বানিয়ে থাকতে হচ্ছে তাদের। বহু শরণার্থী অসুস্থ হয়ে পড়ছেন বলেও জানিয়েছে তারা।