নামাজের জন্য মুসলমানদের জায়গা দিচ্ছে শিখ গুরুদুয়ারা

author-image
Harmeet
New Update
নামাজের জন্য মুসলমানদের জায়গা দিচ্ছে শিখ গুরুদুয়ারা

নিজস্ব সংবাদদাতাঃ ভারতে উগ্রবাদী সংগঠনগুলোর মুসলমানদের প্রকাশ্যে নামাজ পড়ায় বিরোধিতা ও বাধার মধ্যেই শিখ গুরুদুয়ারায় মুসলমানদের জন্য জায়গা দেয়া হচ্ছে। উত্তর ভারতের হরিয়ানা প্রদেশের গুরগাঁও শহরের গুরু সিং সভা গুরুদুয়ারার পক্ষ থেকে বুধবার এই ঘোষণা দেয়া হয়।গুরুদুয়ারার প্রেসিডেন্ট শেরদিল সিং সাধু জানান, সকল ধর্মের লোকেরাই এখানে তাদের প্রার্থনা করতে আসতে পারেন। যদি মুসলমানরা তাদের নামাজ পড়ায় বাধা পান, তবে গুরুদুয়ারা নামাজের জন্য ব্যবহার করা যেতে পারে। তিনি বলেন, ‘মুসলিম সম্প্রদায় স্থান সংকটের সমস্যায় পড়েছে। সুতরাং তারা জুমার নামাজের জন্য আমাদের পাঁচ গুরুদুয়ারার আঙিনা ব্যবহার করতে পারে। সকল ধর্মই এক এবং মানবতা ও মানবিক মূল্যবোধের ওপর আমাদের বিশ্বাস রয়েছে।’ এর আগে গুরগাঁওয়ে বিভিন্ন স্থানেই মসজিদে স্থান সংকটের ফলে বাইরে রাস্তায় দাঁড়িয়ে মুসলিম সম্প্রদায়ের প্রকাশ্যে জুমার নামাজ আদায়ের জেরে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিরোধিতা ও প্রতিবাদ করে আসছিলো। গত ২৯ অক্টোবর ‍গুরগাঁওয়ের ১২ সেক্টরে জুমার নামাজে বাধা দেয়ার জন্য ৩৫ জনকে আটক করা হয়েছিলো। স্থানীয় মুসলমানরা ইতোমধ্যেই তাদের নিকটবর্তী স্থানে বিকল্প জায়গা দেয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছে।