নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ত্রিপুরা, আহত ৪। এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৪ তৃণমূল কর্মী। এদিকে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, আহতদেরই গ্রেফতার করেছে ত্রিপুরার পুলিশ। অন্যদিকে উস্কানির অভিযোগ তুলেছে বিজেপি। তৃণমূলের আরও অভিযোগ, বুধবার রাতে তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের ১৪ নম্বর ওয়ার্ডে দলের এক কর্মীকে বেধড়ক মারধর করা হয়। তাঁর মাথাও ফাটিয়ে দেওয়া হয়। দলের কর্মীরাই আক্রান্ত ওই যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।