নিজস্ব সংবাদদাতাঃ সাম্প্রতিক আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড সিনিয়ার দলের পারফরম্য়ান্স চমকপ্রদ। তবে সিনিয়রদের সাফল্যের মাঝেই জুনিয়ারদের জন্য কিছুটা হলেও হতাশাজনক খবর। আগামী বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে চলা অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নাম তুলে নিল কিউয়িরা। বিশ্বে করোনার প্রভাব কমলেও তা পুরোপুরি নির্মূল হয়ে যায়নি। সিনিয়ার হোক বা জুনিয়ার করোনার কারণে বিদেশ সফর করা সকলকেই নির্দিষ্ট সময় নিভৃতবাসে কাটাতে হবেই। তবে কিউয়ি জুনিয়ররা অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করলে তাঁদের অত্যাধিক সময় নিভৃতবাসে কাটাতে হবে যা স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সেই কথা মাথায় রেখেই বিশ্বকাপে নিউজিল্যান্ড অংশ নেবে না বলে ঠিক করেছে। তাঁদের জায়গায় বিশ্বকাপে অল্পের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়া স্কটল্যান্ডকে টুর্নামেন্ট খেলার সুযোগ দেওয়া হয়েছে।