নিজস্ব সংবাদদাতাঃ খার্তুম জেলায় ব্যপক সংঘর্ষ হয়েছে। সামরিক বাহিনী ক্ষমতার দখল নেওয়ার পর থেকে এপর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে গণতন্ত্রপন্থী চিকিৎসকদের একটি সংগঠন জানিয়েছে। ২৫ অক্টোবর সেনা বাহিনী দখল নিয়েছিল সুদানের। তারপর থেকেই দেশের নাগরিকদের ক্ষোভ ক্রমশই বাড়ছিল। বিক্ষিপ্ত বিক্ষোভের ঘটনাও ঘটেছিল। কিন্তু বুধবার অভ্যুর্থানবিরোধী বিক্ষোভ নির্বিচারে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ১২ জন। সেনাবাহিনী দখল নেওয়ার পর এটাই ছিল প্রথম রক্তক্ষয়ী সংঘর্ষ।