জলবায়ু সম্মেলন থেকেও ছড়াল কোভিড সংক্রমণ

author-image
Harmeet
New Update
জলবায়ু সম্মেলন থেকেও ছড়াল কোভিড সংক্রমণ

নিজস্ব সংবাদদাতাঃ স্কটল্যান্ডের মন্ত্রী নিকোলা স্টার্জন আশ্বস্ত করে জানিয়েছেন জলবায়ু শীর্ষ সম্মেলনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি। তিনি আরও জানিয়েছেন কোভিড সংক্রমণের ঝুঁকি কমানোর জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। জলবায়ু শীর্ষ সম্মেলন গ্লাসগোর পরই প্রায় ৩০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। চলতি মাসে গ্লাসগোতে রাষ্ট্র সংঘের উদ্যোগে জলবায়ু নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়েছিল। আক্রান্তদের মধ্যে ২৯১ জনই সিওপি ২৬ বৈঠকের সঙ্গে প্রত্য়ক্ষভাবে যুক্ত ছিল। চলতি মাসের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রনায়কদের উপস্থিতিতে জলবায়ু নিয়ে আলোচনা সভার উদ্বোধন হয়েছিল। বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে প্রচুর মানুষের উপস্থিতিও ছিল। ব্লুজোল নামে পরিচিত মূল সামিট সাইটে প্রবেশের জন্য করোনা পরীক্ষার ফল নেতিবাচক থাকতে হবে। মুখোশ ও কঠোর পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কোভিড রিপোর্টও দেখাতে হচ্ছে। স্কটল্যান্ডের পাবলিক হেল্প  জানিয়েছেন সিওপি ২৬এর প্রতি ১০০০ সদস্যের মধ্যে চার জন নিয়মিতভাবে করোনা পরীক্ষা করাচ্ছেন। পাশাপাশি গ্লাসগোতে স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসের  ওয়ার্কশপ ও বিক্ষোভসহ জলবায়ু শীর্ষ সম্মেলনের সঙ্গে সম্পর্কি ইভেন্টে যোগদানকারী লোকের মধ্য কোভিড ১৯ সংক্রমণ ছড়াচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে। গত ৬ নভেম্বর স্কটিশ নাগরিকদের ১ হাজার জনের মধ্যে ১২ জন করোনা পরীক্ষা করিয়েছিলেন। শনিবার সামিট শেষ হবে। তারপরেও এই সামিট থেকে কতজন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তারও মূল্যায়ন করা হবে।