বেবি বাম্প নিয়েই নাচ তনুশ্রীর

author-image
Harmeet
New Update
বেবি বাম্প নিয়েই নাচ তনুশ্রীর

নিজস্ব সংবাদদাতাঃ মা হতে চলেছেন টেলিভিশন অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি দিয়ে নিজেই জানিয়েছিলেন সেকথা। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের তনুশ্রীকে তখন দেখা যাচ্ছিল মা ভবতারিণী-র চরিত্রে। তবে প্রেগন্যান্সির খবর আসার পরেই সরে দাঁড়ান শ্যুট থেকে। জানান, কেরিয়ারের থেকে নিলেন সাময়িক বিরতি। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। এখন গর্ভাবস্থার শেষ পর্যায়ে আছেন তিনি। আর সেসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিয়ো শেয়ার করলেন হবু মা। সাদা-লাল ব্লাউজের সাথে সবুজ  শাড়ি, কানে ঝোলা দুল, কপালে লাল টিপ। বোঝা যাচ্ছে, ঘরোয়া কোনও অনুষ্ঠানের জন্য তৈরি হয়েছিলেন। আর তার মাঝে একটু ফাঁক মিলতেই নেচে নিয়েছেন ‘কমলা নেত্য করে থমকিয়া থমকিয়া’তে।