বাংলা থেকে মদ নিয়ে যাওয়ায় পথে পাকড়াও ৩ কিশোর

author-image
Harmeet
New Update
বাংলা থেকে মদ নিয়ে যাওয়ায় পথে পাকড়াও ৩ কিশোর

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ থেকে বিহারে পাচার হচ্ছে মদ। সম্প্রতি গোপন সূত্রে সেই খবর পেয়ে গয়া এক্সপ্রেসে যাত্রী সেজে তল্লাশি চালায় আরপিএফ। তল্লাশি চালিয়েই তিন কিশোরকে আটক করল আরপিএফ। আর তাঁদের জেরা করতেই বেরিয়ে আসল চাঞ্চল্যকর তথ্য। বিহারে যেহেতু মদ নিষিদ্ধ, তাই বাংলা থেকে বিহারে মদ পাচারের জন্য বাংলার তরুণ প্রজন্মের কিশোরদের ব্যবহার করছে পাচারকারীরা। এই তথ্য হাতে পেতেই এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে  তদন্তে নামে আরপিএফ। আরপিএফ জানিয়েছে, ৩৩০টি বিলিতি মদের বোতল নিয়ে তাঁরা বিহারের উদ্দেশে যাচ্ছিল। এই পরিমাণ মদের বাজার দর প্রায় ৪৬ হাজার টাকা। হাওড়া স্টেশনে কড়া চেকিংয়ের ব্যবস্থা থাকে। তাই আরপিএফ এর নজর এড়াতে তাঁরা ওই এক্সপ্রেসে উঠেছিল মুরারই স্টেশন থেকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরপিএফ জানতে পেরেছে, ওই মদ বিহারে নিয়ে যাওয়ার জন্য তাঁদের ৩,০০০ টাকা দেওয়া হয়েছিল। আরপিএফের মতে, টাকা পাওয়ার লোভে বাংলার অনেক কিশোরই এই কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে। আরও কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে তা জানার চেষ্টা চালাচ্ছে আরপিএফ।