বীর দাসের মন্তব্যে বিতর্কের ঝড়

author-image
Harmeet
New Update
বীর দাসের মন্তব্যে বিতর্কের ঝড়

নিজস্ব সংবাদদাতাঃ দেশ নিয়ে মন্তব্য করে এবার বিতর্কের মুখে পড়লেন জনপ্রিয় অভিনেতা, কমেডিয়ান, ইউটিউবার বীর দাস। সম্প্রতি ওয়াশিংটন ডিসি-র জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফরমিং আর্টসে ৭ মিনিটের মনোলগ তুলে ধরেন। আর সেই ভিডিও শেয়ার করেন নিজের ইউটিউব চ্যানেলে। আর সেখানেই ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে নিজের মনোভাব পোষণ করেন বীর দাস। বীরের পারফরম্যান্সে উঠে এল রাজনীতি, ধর্ম, সংস্কৃতি ও জাতীয়তাবাদের কথা। এমনকী, মহিলাদের উপর ধর্ষণ, নির্যাতনের মতো ঘটনাও বীর তুলে আনলেন তাঁর বক্তব্য়ে। এই ভিডিওতে বীরকে বলতে শোনা যায়, ‘আমি দ্বিখন্ডিত ভারতের নাগরিক। দ্বিখন্ডিত কেন জানেন? কারণ, আমি এমন এক দেশের নাগরিক যেখানে দিনের বেলা মেয়েদের পুজো দেওয়া হয় আর রাতে গণধর্ষণ।’ বীর দাসের এমন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তোলপাড় সব মহলে। এমনকী, বীর দাসের বিরুদ্ধে দিল্লির তিলক মার্গ থানায় এফআইআরও দায়ের করা হয়েছে। বীর দাসের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কঙ্গনা রানাউতও। বীর দাসকে ‘অপরাধী’ বলেও আখ্যা দিয়েছেন কঙ্গনা। তাঁর কথায়, ‘বীর দাসের এমন মন্তব্য মোটেও সমর্থন করা যায় না।’