বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে ভর্তির হিড়িক

author-image
Harmeet
New Update
বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে ভর্তির হিড়িক

নিজস্ব সংবাদদাতাঃ দেশের শিক্ষা মানচিত্রে একেবারে চমকে দেওয়া তথ্য। দিন ফিরছে সরকারি স্কুলে। অতিমারি পরিস্থিতিতে একেবারে উল্লেখযোগ্য সংখ্যক পড়ুয়া বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে চলে এসেছে। বুধবার Educational Report (ASER) সমীক্ষায় এই তথ্য় প্রকাশিত হয়েছে। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হল? সমীক্ষায় দেখা গিয়েছে, বহু অভিভাবক অতিমারি পরিস্থিতির জেরে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছেন। বেসরকারি স্কুলের বেতন দেওয়া সম্ভব হয়নি অনেকের। অন্যদিকে সরকারি স্কুলে পড়ার ক্ষেত্রে খরচ সেভাবে নেই বললেই চলে। এর পাশাপাশি কোভিড পরিস্থিতিতে কাজ হারিয়ে অনেকেই নিজের এলাকায় ফিরে এসেছেন। তাঁরাও নিজের এলাকায় ফিরে সন্তানদের সরকারি স্কুলে ভর্তির চেষ্টা করেছেন। গোটা দেশজুড়ে সরকারি স্কুলে নাম নথিভুক্তি একধাক্কায় ৪.৫ শতাংশ বেড়ে গিয়েছে। আর পুরোটাই হয়েছে অতিমারি পরিস্থিতির জন্য।