৪৯ ব্র্যান্ডের দেশি মদে ছাড়পত্র রাজ্যের

author-image
Harmeet
New Update
৪৯ ব্র্যান্ডের দেশি মদে ছাড়পত্র রাজ্যের

নিজস্ব সংবাদদাতাঃ চোলাই মদের বাড়বাড়ন্ত কমানোর জন্য ৪৯ টি ব্র্যান্ডের বাংলা মদে অনুমোদন দিল রাজ্য সরকার। যা একেবারে সস্তায় পাওয়া যাবে। ৩০০ মিলিলিটার বোতলের দাম ২৩ টাকা থেকে ৩০ টাকা পড়বে। রাজ্যে চোলাই মদ খাওয়ার প্রবণতা কমানোর জন্য বছরকয়েক ধরেই নয়া মোড়কে সস্তায় বাংলা মদ চালুর পরিকল্পনা করছে নবান্ন। সেইমতো ৬০ ডিগ্রির পরিবর্তনে ৭০ ডিগ্রির মদ চালুর চিন্তাভাবনা করা হয়। সুরাপ্রেমীদের কাছে দেশি মদের আকর্ষণ বাড়ানোর জন্য জঙ্গলমহলের মহুয়ার গন্ধ-সহ বিভিন্ন গন্ধ মেশানোরও বিষয়টি করে দেখে রাজ্য। তারই ভিত্তিতে ৪৯ টি ব্র্যান্ডের বাংলা মদে অনুমোদন দেওয়া হয়েছে। যা সরকারের অনুমোদন-প্রাপ্ত দোকান থেকে মিলবে। সূত্রের খবর, সবথেকে দাম পড়ছে ‘গ্যালাক্সি জোশ’ ব্র্যান্ডের মদের। যে ব্র্যান্ডের ৩০০ মিলিলিটার বোতলের দাম ২৩ টাকা। এছাড়াও ‘বুলবুল’, ‘মহুল’, ‘বিরাট’, ‘ফার্স্ট ডোজ’-এর মতো নামে এই মদ বিক্রি করা হবে। বোতলপিছু ‘মহুল’-এর দাম পড়বে ২৮ টাকা। ওই ৪৯ টি ব্র্যান্ডের মধ্যে একটি বোতলের সর্বাধিক দাম ৩০ টাকা হবে। সংশ্লিষ্ট মহলের আশা, সস্তায় মদ বিক্রির ফলে চোলাই খাওয়ার প্রবণতা অনেকটাই কমবে।