নিজস্ব সংবাদদাতাঃ স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলায় চূড়ান্ত ভর্ৎসনার মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। বুধবার সকালে কড়া সুরে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, দুপুর তিনটের মধ্যে কমিশনকে আদালতে যাবতীয় তথ্য পেশ করতে হবে। দেওয়া হবে না কোনও বাড়তি সময়। যদি সেটা না হয়, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সিবিআই, সিআইএসএফ, আইবি অফিস ঘিরে থাকবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, যাবতীয় তথ্য খতিয়ে দেখা হবে। খতিয়ে দেখা হবে যে নিয়োগ প্রক্রিয়ার পিছনে কে আছে? সঙ্গে তিনি জানান, দুপুর তিনটের মধ্যে তথ্য না মিললে কমিশনের কোনও কর্মীকে বেরোতে দেওয়া হবে না। যোগাযোগ করা যাবে না আঞ্চলিক অফিসের সঙ্গে। তারইমধ্যে বিষয়টি নিয়ে রাজ্য সরকারের মতামত চায় হাইকোর্ট। সিবিআই তদন্তের যে হুঁশিয়ারি দিয়েছিল হাইকোর্ট, তার প্রেক্ষিতে রাজ্যের তরফে উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে তদন্তের আর্জি জানানো হয়।