‘দেশ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়’, প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
‘দেশ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়’, প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ  বুধবার, অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার কনফারেন্সে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এআইপিওসি ভারতের আইনসভা গুলির শীর্ষ সংস্থা। ২০২১ সালে এই সংস্থা ১০০ বছরে পদার্পণ করে। সংস্থার শতবর্ষকে স্মরণীয় করে রাখতে চলতি মাসের ১৭ ও ১৮ তারিখ হিমাচল প্রদেশের সিমলায় অনুষ্ঠিত হবে এআইপিওসির ৮২ তম সম্মেলন। এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তৃতা দেন প্রধানমন্ত্রী।  দেশ বিরোধী কার্যকলাপ যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, স্পষ্টতই সেটা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দেশে থেকে দেশের একতা ও অখণ্ডতার বিরুদ্ধে অনেকে আওয়াজ তোলেন। সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কোনও রকমের দেশবিরোধী কাজকে প্রশ্রয় দেওয়া যাবেনা।” প্রিসাইডিং অফিসারদের কাজের প্রশংসা করে মোদী বলেন, এই বছর দেশের স্বাধীনতার ৭৫ তম বছর। আগামী ২৫ বছর ভীষণ গুরুত্বপূর্ণ। অফিসারদের কাজের ওপর নির্ভর করছে ২০৪৭ সালে আমাদের দেশ কোথায় থাকবে।