অনস্ক্রিনে কে হবেন বিশ্বনাথন আনন্দ?

author-image
Harmeet
New Update
অনস্ক্রিনে কে হবেন বিশ্বনাথন আনন্দ?

নিজস্ব সংবাদদাতাঃ ক্রীড়া ব্যক্তিত্বদের জীবনের চড়াই-উতরাই রুপোলি পর্দায় তুলে ধরা বলিউডের নতুন ট্রেন্ড। ধোনি, আজহার থেকে মেরি কম, মিলখা সিং- বলিউড ইতিমধ্যেই এই ছবি কম তৈরি করেনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের ঘোষণা হয়েছে মাসখানেক আগেই, ঝুলন গোস্বামী, মিতালি রাজদের বায়োপিকও পর্দায় আসবে। এর মাঝেই কলকাতায় এসে তাঁর জীবনীচিত্র নিয়ে মুখ খুললেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। আজ (বুধবার) থেকে শহরে শুরু হচ্ছে এক আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতা, আর সেই টুর্নামেন্টে নতুন ভূমিকায় দেখা যাবে বিশ্বনাথন আনন্দকে। এবার খেলোয়াড় নন, প্রতিযোগিতার মেন্টার হিসেবে অংশ নেবেন আনন্দ।কলকাতায় এসে নিজের বায়োপিক নিয়ে মুখ খুললেন এই চ্যাম্পিয়ান খিলাড়ি। তিনি জানান, ‘বায়োপিকের বিষয়ে আমি সম্মতি জানিয়েছি। ইতিমধ্যেই এই বিষয়ে প্রযোজক সংস্থার সঙ্গে কয়েকবার আলোচনাও হয়েছে। স্ক্রিপ্ট লেখা শুরু হবে। তবে করোনার জেরে কাজ কিছুটা আটকে রয়েছে। বায়োপিক হচ্ছে এটা বলতে পারি’।