ইসরোর দক্ষতায় বাঁচল চন্দ্রযান-২

author-image
Harmeet
New Update
ইসরোর দক্ষতায় বাঁচল চন্দ্রযান-২

নিজস্ব সংবাদদাতাঃ  নাসার মহাকাশ যানের সঙ্গে সংঘর্ষ হতে পারত ভারতের চন্দ্রযান-২-এর। তবে 'কলিশন অ্যাভয়ড্যান্স ম্যানিউভরে'র মাধ্যমে মার্কিন 'লুনার রিকনিস্যান্স অরবিটারে'র সংঘর্ষ এড়ায় চন্দ্রযান-২-এর অরবিটার। দুই মহাকাশযানের মধ্যে সংঘর্ষ হতে পারত গত ২০ অক্টোবর ভারতীয় সময় সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ। তবে ইসরোর বিজ্ঞানীদের তৎপরতায় সেই সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। এই সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করে ইসরো। ইসরোর প্রকাশিত বিবৃতি অনুযায়ী, একটা সময়ে নাসা ও ভারতের মহাকাশযানের মধ্যকার দূরত্ব ১০০ মিটারেরও কম হয়ে গিয়েছিল। দুটি যানই তখন চাঁদের উত্তর মেরুর কাছে। প্রসঙ্গত, মহাকাশে দুই যানের মধ্যে ন্যূনতম ৩ কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হয়। সেই তুলানয় অনেক বেশি কাছে চলে এসেছিল দুই দেশের যান। শেষ মুহূর্তে কলিশন অ্যাভয়ড্যান্স ম্যানিউভরের মাধ্যমে সেই সংঘর্ষ রুখে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে ভারতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থা।