নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার গুরুত্বপূর্ণ উড়ালপুলগুলির ভারবহনক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত। এইচ আর বিসি-র সঙ্গে কলকাতা পুলিশের বৈঠকে সিদ্ধান্ত।পর্যায়ক্রমে ভারবহনক্ষমতা পরীক্ষা করা হবে ৫ টি গুরুত্বপূর্ণ উড়ালপুলের।আড়াই দিন ধরে পরীক্ষা চলবে উড়ালপুলের।ভারবহনক্ষমতা পরীক্ষার জন্য পর্যায়ক্রমে বন্ধ রাখা হবে উড়ালপুলগুলি। নভেম্বরের শেষে পরীক্ষা হবে পার্কস্ট্রিট উড়ালপুলের। অতিরিক্ত ব্যস্ত হওয়ার কারণে এজেসি বোস উড়ালপুলের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়। টানা বন্ধ না রেখে ৮ ঘন্টা বন্ধ করে পরীক্ষার প্রস্তাব।