নিজস্ব সংবাদদাতাঃ গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের নার্সিং ট্রেনিং স্কুলে। এই পদে রাজ্যের যে কোনও জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে। নির্বাচিত প্রার্থীদের প্রতিদিনের হিসেবে ৩৯৭ টাকা দেওয়া হবে বেতন হিসেবে অর্থাৎ মাসিক বেতন হবে ১১,৯১০ টাকা। প্রার্থীদের এই পদের জন্য আবেদন করতে হবে অফলাইনে। আবেদন জমা দেওয়ার ঠিকানা – Principal Nursing Officer – GNM Training school, Jangipur SDH, Mursidabad।