নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সূচনা হয়েছে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি ৫০০ মিটার অন্তর রেশনের গাড়ি দাঁড়াবে। সেখান থেকেই রেশন সামগ্রী তুলে দেওয়া হবে মানুষের হাতে। গোটা রাজ্যে ১০ কোটিরও বেশি মানুষ সরাসরি এই প্রকল্পের সুফল পাবেন বলে নবান্ন সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, কীভাবে মানুষ জানবেন, কবে, কখন তাঁদের পাড়ায় আসবে রেশনের গাড়ি? এই সমস্যার সমাধানে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে খাদ্য সরবরাহ দফতর। তাতেই করা যাবে সমস্ত প্রশ্ন। পাওয়া যাবে দুয়ারে রেশন সংক্রান্ত সমস্ত তথ্য। নম্বরটি হল ৯৯০৩০৫৫৫০৫।