অবৈধ ভাবে দখল করে থাকা দোকান সরানোর সময় বাড়ানো হল

author-image
Harmeet
New Update
অবৈধ ভাবে দখল করে থাকা দোকান সরানোর সময় বাড়ানো হল

রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল যে বরাকর বাজার এলাকাতে রাস্তার দুই ধার অবৈধ ভাবে দখল করে ফুটপাথ ও ড্রেনের উপর পর্যন্ত যেসব দোকানগুলি আছে সেই সব দোকানগুলি গত রবিবার মধ্য রাত্রির মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এমন কি মাইকিং করে প্রচার করা হয়েছিল। কিন্তু বেশ কিছু ব্যবসায়ী নির্দিষ্ট সময়ের আগে পৌরনিগমের নির্দেশ মেনে দোকান সরিয়ে নিলেও আজ অর্থাৎ মঙ্গলবার পৌরনিগমের থেকে পরিদর্শনে গিয়ে দেখে এখনো বেশ কিছু ব্যবসায়ী একইভাবে দোকান গুলি বাড়িয়ে রেখেছে ড্রেন ও ফুট পাথের উপর। এইবার পৌরনিগম থেকে সেসব দোকান সরানোর জন্য আগামী বুধবার পর্যন্ত সময় দেওয়া হলো সাথে পৌরনিগম থেকে আসা কর্মীরা লাল দাগ দিয়ে চিহ্ন করে দেন কতটা ভাঙতে বা সরাতে হবে। আর বুধবার পর্যন্ত যদি না সরানো হয় তা হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা বলেন পৌরনিগম এই উচ্ছেদর কাজ করছে ভালো উদ্যোগ কিন্তু রাস্তাটা যেন ঠিক করে সম্পূর্ণ করে, এছাড়া আরও বলেন যে এখন ড্রেন পরিষ্কার নিয়ে বলছে কিন্তু এই ড্রেন বর্ষাকালে ভরে যায়। এই বিষয় নিয়ে পৌরনিগমকে অনেকবার বলা হয়েছে, কাজ হয়নি।