মাথাভাঙা মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান

author-image
Harmeet
New Update
মাথাভাঙা মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান

দেবাশীষ বিশ্বাস, কোচবিহারঃ মাথাভাঙ্গা,কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড এর মাথাভাঙা মহকুমা কমিটির পক্ষ থেকে আজ মাথাভাঙা মহকুমা শাসকের নিকট কয়েক দফা দাবি নিয়ে পত্র প্রদান করল। এই স্মারকলিপি প্রদানের নেতৃত্ব দেন কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড, কোচবিহার জেলা কমিটির প্রেসিডেন্ট কংস রাজ বর্মন। সঙ্গে ছিলেন মাথাভাঙ্গা শীতলখুচি ব্লকের সভাপতি । মাথাভাঙ্গা ভিটমেট থেকে একটি মিছিল বের হয়ে এইচডি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় তারপর দলের পক্ষ থেকে পাঁচ জনের একটি প্রতিনিধিদল মাথাভাঙা মহকুমা শাসকের চেম্বারে ঢুকে স্মারকলিপি প্রদান করেন। কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড কোচবিহার জেলা কমিটির সভাপতি কংস রাজ বর্মন দাবি করে বলেন, আমাদের দাবি, অবিলম্বে নদীর উপর তাদের কুটির ভাঙ্গা সেতু নতুন করে তৈরি করতে হবে, অবিলম্বে মাথা ভাঙ্গায় আধার কার্ডের সমস্যা সমাধানের সেন্টার চালু করতে হবে, অবিলম্বে প্রথম শ্রেণী থেকে বিদ্যালয়গুলো খোলার ব্যবস্থা করা হোক। সংগঠনের আরও দাবি অবিলম্বে আলাদা কামতাপুর রাজ্য তৈরি করতে হবে এবং কামতাপুরী ভাষা স্বীকৃতি প্রদান করতে হবে। এদিন স্মারকলিপি প্রদান শেষ হয়ে যাওয়ার পর বিশাল একটি মিছিল মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে ব্রিটিশ মাঠে এসে শেষ হয়। এ বিষয়ে মাথাভাঙ্গার মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা বলেন,কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড মাথাভাঙা মহকুমা কমিটির পক্ষ থেকে কয়েক দফা দাবি নিয়ে আমার কাছে ডেপুটেশন প্রদান করেছে, আমি তাদের দাবিগুলো উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব, তাছাড়া সমস্যা সমাধানে যাবতীয় চেষ্টা করব। মহকুমা শাসকের আশ্বাস পেয়ে কংস রাজ বাবুরা অবশেষে মাথাভাঙা শহরে মিছিল শেষ করে তাদের কর্মসূচি শেষ করেন। এই কর্মসূচিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মহকুমা শাসকের দপ্তরের সামনে এবং মাথাভাঙ্গা বিভিন্ন স্থানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।