লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা হাফতারের

author-image
Harmeet
New Update
লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা হাফতারের

নিজস্ব সংবাদদাতাঃ লিবিয়ায় অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দেশটির পূর্বাঞ্চলীয় যুদ্ধবাজ নেতা জেনারেল খলিফা হাফতার। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে এই ঘোষণা দেন তিনি। টেলিভিশন ঘোষণায় তিনি বলেন, ‘আমাদের দেশ যে সংকটে পড়েছে, তা থেকে বেরিয়ে আসার জন্য একমাত্র পথ নির্বাচন।’জেনারেল হাফতার তার ক্ষমতার কেন্দ্রবিন্দু বেনগাজির নির্বাচন কেন্দ্রে মঙ্গলবারে তার প্রার্থিতার আবেদন জমা দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।২০১৪ সালে নতুন করে শুরু গৃহযুদ্ধে দুই ভাগে বিভক্ত দেশটির পূর্বাঞ্চলীয় তবরুককেন্দ্রীক সাবেক সরকারের লিবিয়ান ন্যাশনাল আর্মির প্রধান ছিলেন জেনারেল খলিফা হাফতার। জাতিসঙ্ঘ সমর্থিত পশ্চিমাঞ্চলীয় ত্রিপোলিকেন্দ্রীক সরকারের সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে পরিচিতি পান তিনি। ২০১৯ সালে রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নিতে হাফতার বাহিনী হামলা চালায়। কিন্তু দীর্ঘ ১৪ মাস সংঘর্ষের পরেও ত্রিপোলি দখল করতে ব্যর্থ হন জেনারেল হাফতার। গত ২২ সেপ্টেম্বর লিবিয়ান ন্যাশনাল আর্মির প্রধানের পথ থেকে সরে দাঁড়ান জেনারেল হাফতার। ওই সময়ই ধারণা করা হয়েছিলো, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে রোববার লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজের প্রার্থিতার আবেদন জমা দেন দেশটির সাবেক একনায়ক মুয়াম্মার আল-গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাবাহ শহরে নির্বাচন কমিশন অফিসে নিজের আবেদন জমা দেন তিনি। আগামী ২৪ ডিসেম্বর লিবিয়ায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের কথা রয়েছে। গত বছর ২৪ ডিসেম্বর জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে আলোচনায় স্থির হওয়া শর্ত অনুসারে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।