এফ ওয়ানের দিকে এগিয়ে গেলেন অস্কার

author-image
Harmeet
New Update
এফ ওয়ানের দিকে এগিয়ে গেলেন অস্কার



নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়ান চালক অস্কার পিয়াস্ত্রি এবারে ফর্মুলা ওয়ানের দিকে একধাপ এগিয়ে গেলেন। অ্যালপাইন অ্যাকাডেমি তাঁকে ২০২২ সালের রেসের জন্য বাছাই করে। ২০২০ সালে অস্কার অ্যালপাইন অ্যাকাডেমিতে যোগদান করেন। ২০১৯ সালে রেনোল্ট ইউরোকাপ সিরিজে এফ৩-এ উত্তীর্ণ হন সাফল্যের সঙ্গে।