নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান ও তালিবানসহ একাধিক বিষয়ে ক্রমে সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। এহেন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার উদ্দেশ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ভার্চুয়াল বৈঠকে দুই দেশের মধ্যে সংঘাত থামাতে নীতিগত সীমারেখা তৈরির প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউস থেকে টেলিভিশন পর্দায় জিনপিংয়ের সাথে আলোচনায় বাইডেন বলেন, ‘ইচ্ছাকৃতভাবেই হোক বা অনিচ্ছায়, দুই দেশের মধ্যে চলা প্রতিযোগিতা যাতে সংঘাতের রূপ না নেয় সেই বিষয়টি নিশ্চিত করতে আমাদের একটি সীমারেখা তৈরি করতে হবে।’