নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপের অধিকাংশ দেশে টিকাকরণ অনেকটাই এগিয়ে গিয়েছে। জার্মানি, নেদারল্যান্ডসের মতো দেশে ৮০ শতাংশের বেশি টিকাকরণ সম্পূর্ণ। কিন্তু তা সত্ত্বেও সম্প্রতি করোনা সংক্রমণ বেড়েছে। গত সপ্তাহে ইউরোপে ২০ লক্ষ বাসিন্দা নতুন করে সংক্রমিত হয়েছেন। অতিমারি শুরুর পর থেকে এক সপ্তাহে এত সংক্রমণ ঘটেনি কখনও। সেই সঙ্গে উল্লেখ্য, ইউরোপে ২৭ হাজার মানুষ মারা গিয়েছেন এক সপ্তাহে। আন্তর্জাতিক সমীক্ষক সংস্থাগুলির হিসেব অনুযায়ী, গত সপ্তাহে গোটা বিশ্বে করোনায় যত মৃত্যু হয়েছে, তার অর্ধেকেরও বেশি প্রাণহানি ঘটেছে এই মহাদেশে।
এর ফলে নতুন করে করোনা-বিধি জারি হয়েছে ইউরোপে। যাঁরা এখনও টিকা নেননি, তাঁদের অবিলম্বে টিকা নিতে বলা হচ্ছে। সেই সঙ্গে বুস্টার ডোজ়ে জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে জটিল রোগে আক্রান্ত ও প্রবীণ ও প্রবীণদের দ্রুত বুস্টার ডোজ় দেওয়া চালু করছে দেশগুলি। কিন্তু এতে
খুশি নয় হু।