নিজস্ব সংবাদদাতা : কোভিড পরিস্থিতির মধ্যে দক্ষিণ ভারতে চোখ রাঙাচ্ছে সোয়াইন ফ্লু। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ২ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে আগাস্টে সোয়াইন ফ্লুর বাড়বাড়ন্তের সাক্ষী থেকেছে দিল্লির হাসপাতালগুলো। সমীক্ষায় দেখা গিয়েছিল রাজধানীতে ৪১ শতাংশ পরিবারের এক বা একাধিক সদস্যের শরীরে ফ্লু-র উপসর্গ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এইচ ওয়ান এন ওয়ান ফ্লু সাধারণত সোয়াইন ফ্লু নামে পরিচিত। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসই সংক্রমণের কারণ। এর উপসর্গগুলি হল- জ্বর, ঠাণ্ডা লাগা, কাশি, গলা ব্যথা, সর্দি, লাল চোখ, শরীর ব্যথা, মাথাব্যথা, ক্লান্তি, ডায়রিয়া, বমি বমি ভাব এবং বমি।