নিজস্ব সংবাদদাতাঃ সিএজির অনুষ্ঠানে গিয়ে মঙ্গলবার বক্তব্য রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'একটা সময় অডিটকে ভয় হিসেবে দেখা হত। বর্তমানে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। অডিটের গুরুত্ব বেড়েছে, সরকারের কাজ এতে পর্যালোচনা করা যায়। এতে নিয়মানুগ উন্নতির সুযোগ থাকে। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন অফিসারদের বলতাম সিএজিকে সব ফাইল দিন। সিএজি'র কাজের ফলে আমাদের কাজ আরও সহজ হয়। আগে দেশের ব্যাঙ্কিং সেক্টরে স্বচ্ছতার অভাব ছিল। ফলে নন পারফর্মিং অ্যাসেট বাড়তে থাকে। সেই এনপিএকে কার্পেটের তলায় লুকিয়েছিল আগের সরকার।'