নিজস্ব সংবাদদাতাঃ নয়া গাইডলাইনে বলা হয়েছে, বিদেশের যে সব নাগরিকদের টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া হয়ে গিয়েছে, তাঁরা ভারতে এসে বিমানবন্দর থেকে সোজা বেরিয়ে নিজেদের গন্তব্যে যেতে পারবেন। ভারতের করোনা টিকাকে মান্যতা দিয়েছে এমন ৯৯টি দেশের পর্যটকরা ভারতে এলে তাঁদের আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না । তবে বিদেশি নাগরিকদের মধ্যে যাঁদের করোনা টিকার দুটি ডোজই সম্পন্ন হয়েছে তাঁদের জন্যই এই সুযোগ দিল ভারত। শুধুমাত্র এই ছাড় দেওয়া হয়েছে ৯৯টি দেশের ক্ষেত্রে। ভারতে আসার পর তাঁদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার থেকে মুক্তি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি অনুসারে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বাংলাদেশ, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, রাশিয়া, ফিলিপিন্স, কাতার, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তুরস্ক, নেপাল ও ইজরায়েল সহ অন্য দেশগুলিকে সরকারি বিজ্ঞপ্তিতে 'ক্যাটাগরি এ' তালিকাভুক্ত করা হয়েছে। যদিও এই ৯৯টি দেশের ভ্রমণকারীদের শুধুমাত্র বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু, করোনা সংক্রান্ত অন্য নিয়মগুলি তাঁদের মেনে চলতে বলা হয়েছে সরকারের তরফে।